আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনাভাইরাস
করোনাভাইরাস

করোনাভাইরাস মহামারির কারণে সাধারন ছুটি আগামী ১৬ মে পর্যন্ত

বাংলা পেপার ডেস্কঃ

করোনাভাইরাস মহামারির কারণে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি বহাল থাকবে। ছুটি চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত  বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

মঙ্গলবার ০৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক ঘোষনায় এই নির্দেশনা দেওয়া হয়।

এ ঘোষনা বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান বাধ্যতামূলক। সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রয়োজনীয় কেনা-কাটা, খাদ্য সামগ্রী, ওষধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ছাড়া কোনো ভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।

আরো বলা হয়, এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

জেলা প্রশাসন/আইন শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করবে।

যেসব জেলা/উপজেলা এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ মুক্ত রয়েছে সেসব এলাকায় বহিরাগত আগমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বিশেষ ব্যবস্থাপনায় যুক্তিসংগতভাবে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

চলাচলে নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ এবং সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap