আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফে মহাপবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত 

সোহেল রানা, পাবনা:

শোহাদায়ে কারবালা আওলাদে রাসুল , আহলে বায়াত (আঃ),জান্নাতের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমা (রাঃ)ও হযরত মাওলা আলীর (রাঃ) কলিজার টুকরা কোশা হযরত মাওলা ইমাম হুসাইন (আঃ) স্মরণে খাজানগর দরবার শরীফে 9 আগস্ট ১০শে মহরম পবিত্র আশুরা উপলক্ষে অপবিত্র শোহাদায়ে কারবালা অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে ফুরফুরা দরবার শরীফের খলিফা হরযত নূর মোহাম্মদ আজাদ খান চিশতির সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চড়াডাঙ্গা কুরআন-সুন্নাহ মিশনের আমির পীরজাদা মুফতি মাঃও মুহতাসিম বিল্লহ মাসুম,পাবনা আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাঃওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ফরিদাবাদ মসজিদ – ই – আল আমিন সম্মানিত খতিব ও ইমাম জননন্দিত আন্তর্জাতিক সুন্নি শাইখ শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রাহঃ)সুযোগ্য ছোট শাহজাদা হরযত মাওলানা ফুয়াদ আল মহাদী- আল ফারুকীদ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বাইতুল আতিক জামে মসজিদের খতিব হরযত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী, উক্ত মাহফিলে বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইন্ট্রা ফুড অ্যান্ড বেভারেজের জেনারেল ম্যানেজার মুক্তার হোসেন ও কমার্শিয়াল অফিসার ফারুক হোসেন। মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap