আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ।

 সাভার  প্রতিনিধিঃ
বকেয়া বেতন-ভাতার দাবিতে সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাকিফ এ্যাপারেলস ওয়াশিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার তেঁতুলঝোড়া এলাকার সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়কে কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করে।
শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলে আসলেও তারা এখনো জানুয়ারি মাসের বেতন পাননি। আজ বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করে নোটিশ টানিয়ে দেয়। পরে নোটিশ দেখে কারাখানার প্রায় ৩হাজার বিক্ষুব্ধ শ্রমিক হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে এসে অবস্থান নেয়।
তারা বলেন, কারখানা মালিক আমাদেরকে আজকেই বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছিল। তবে তারা বেতন না দেয়ায় আমরা আন্দোলনে নামি।
শিল্প পুলিশ-১ এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান জানান, বকেয়া এক মাসের বেতনের দাবিতে শ্রমিকরা বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছেড়ে দেয়। এসময় সড়কটিতে কিছু সময় যানচলাচলে বিঘ্ন ঘটে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap