আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে বন্ধুকযুদ্ধে এক যুবক নিহত,৪ পুলিশ আহত

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার ভোরে পুলিশের সংঙ্গে বন্ধুক যুদ্ধে হানিফ সিকদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার।

নিহত ওই যুবক, মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেবরামপুর এলাকার কাঞ্চন সিকদারের ছেলে হানিফ সিকদার। সে উপজেলার হাবিবপুর এলকার মজিবুর রহমানের মেয়েকে বিবাহ করে ওই বাড়িতে অবস্থান করে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। তার নামে মাদক, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতনসহ একাধিক মামলার আসামী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবপুর এলাকার ঝিকঝাক মাঠে কয়েকজন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্নরক্ষার্তে পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে গুলিবৃদ্ধ হয়ে হানিফ মারা যান। এসময় তার বাকী সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের এসআই মাহবুব হোসেন, এএসআই সুলতানসহ আরো দুই কনস্টেবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ জানান, এসময় বন্ধুক যুদ্ধে ঘটনাস্থলে তিনি মারা যান এবং পুলিশের চার সদস্য আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহতের নামে মাদক, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতনসহ ১০-১২টি মামলা রয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap