আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণে অনিয়মে, তদন্ত কমিটি গঠন

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

সারাদেশে যখন করোনার ভাইরাসে মানুষ যখন না খেয়ে দিন কাটাচ্ছে সেই মূর্হতে মাননীয় প্রধানমন্ত্রীর গরীব-অসহায়দের জন্য প্রতিটি জেলার উপজেলায় করোনার খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।

তারি ধারাবাহিকতায় কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলাম প্রধানমন্ত্রী দেওয়া করোনার ত্রাণ সামগ্রী বিতরণে সচ্ছল লোকদের মাঝে ও খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে গত ৩/০৫/২০২০ইং তারিখে কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।

পরে উপজেলা নিবাহর্ী কর্মকর্তার নিদের্শে গত ৫তারিখে উপজেলা সমবায় কর্মতকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য,গত কয়েকদিন আগে উপজেলার আটাবহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে করোনার ত্রাণসামগ্রী হতদরিদ্রদের মধ্যে বিতরণ না করে তার পরিচিত সচ্ছল লোকদের মাঝে বিতরণ করা হয়েছে। চাল,ডাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করার প্রমানও মিলেছে তার বিরোদ্ধে।

আবার ভিজিএফ,ভিজিডি, ওমমএস কার্ডধারীদের মধ্যে সরকারের দেওয়া ত্রাণ বিতরণ নিষেধ থাকলেও তিনি ওএমএস কার্ডধারী মো.শাহজাহান মিয়া, গিয়াস উদ্দিন, আছিরন বেগম, জয়তুন বেগমের মধ্যে ত্রাণ দিয়েছেন।

তারা প্রতি মাসেই ১০টাকা কেজি মুল্যে ৩০কেজি চাল ডিলারের কাছ থেকে উত্তোলন করেছেন বলে অভিযোগ স্থানীদের।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, গত ৫তারিখে উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap