আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

সাভার প্রতিনিধিঃ
বাংলাদেশের সবচাইতে  গার্মেন্টস শ্রমিক বান্ধব  এলাকা  সাভারের আশুলিয়া।
আশুলিয়ায় একটি  কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে  বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা।
সোমবার (৪ মে) দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকা অবরোধ করে এই বিক্ষোভ করেন পোষাক নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা  জানায়, কিছু কিছু শ্রমিককে মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে বেশির ভাগ শ্রমিকের বেতন পরিশোধ করা হয় নি। এছাড়া কারখানা কতৃপক্ষ অনির্দিষ্ট সময়ের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। আমরা এই সংকটময় সময়ে এধরনের সিদ্ধান্ত মানি না। কারখানা লে-অফ মানে শ্রমিকেরা বোঝে। যে সব শ্রমিকের চাকরির বয়স এক বছরের নিচে তারা কোন বেতন পাবেন না। তাছাড়া কারখানা কতৃপক্ষ কাজের টাকাই তো দিচ্ছে না। তাই আমরা রাস্তায় নেমেছি।
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলেন, এখন কারখানা লে-অফ ঘোষণা করলে শ্রমিকরা কি খেয়ে বেঁচে থাকবে। এই সময় এ ধরনের সিদ্ধান্ত শ্রমিকদের ওপর জুলুম বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে ঢাকা শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, লে-অফের বিরুদ্ধে শ্রমিকরা সড়ক অবরোধ করলে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap